। শরশয্যা।
রাম কোন ধামে ছিলো তাই নিয়ে ঝগড়া,
সে সুযোগে মুলুকটা নিয়ে নিলো মগরা।
মূর্তির ফূর্তিকে দেখে সারা বিশ্ব,
ক্ষয়িষ্ণু কোষাগার ক্রমে আরো নিঃস্ব।
পেট ভরে ভাত নেই ট্যাঁকে জিরো টংকা
দেশ জুড়ে বয় ঝোড়ো ধর্মের দমকা।
জমিখানা নয় হলো বাবর বা রামেরই
খিদে চেপে দিতে সেটা নয় কোনো কামেরই।
বিদেহীর উপাসনা, দেহে নেই বস্ত্র
এটাকে ধর্ম বলে বলো কোন শাস্ত্র?
রামনামে ভূত যায়, খিদে কেন যায় না,
সকলকে কাজ দাও নেতারা চেঁচায় না।
শ্যাম যদু মধু যত তাদেরও সে মতলব,
রাম ছেড়ে ভোট দাও আমাদের ভাইসব।
যদি ভাবো তারা এসে প্রগতিকে পুজবে,
দেশ জুড়ে খড়গাদা, সুঁচ কোথা খুঁজবে।
বন্দুক রেখে দিয়ে ভগবান স্কন্ধে,
নেতারা লড়াই করে মসনদী গন্ধে।
শ্যাম যদি মসজিদে , যদু তবে সংঘে,
গুচ্ছ ক্যামেরাম্যান যায় তার সঙ্গে
কাগজে হেডিং হবে তার সাথে ছবিটি
ধর্মের হাতে আছে সবখোল চাবিটি।
রাজনীতি ধর্মের এই জোড়া ফলাতে,
প্রতি পদে আইনকে হয় টলমলাতে।
যেই দেশে রাজনীতি বোড়ে হন ঈশ্বর,
ভীষ্মের মতো তার সারাগায়ে বিষ শর।
জানিনা কদিন টেঁকে দেশ শরশয্যায়,
আঁধারের পোঁচ বাড়ে ধর্মের কবজায়।
আর্যতীর্থ