। সরস্বতী।
হুকুম যখন দাঁড়িয়ে থাকার ,রাষ্ট্র জুড়ে অতীতপোষণ,
ডিগ্রী নামক কাগজগুলোয় শিক্ষা থাকে কষ্টে ভীষণ
ফিসফিসানো আশায় তখন যে স্বর শোনায় চরৈবেতি
এগিয়ে চলার সেই জেদি সুর, তিনিই দেবী সরস্বতী।
ভুল ইতিহাস লেখার গুঁতোয় সত্য কাঁপে কুঁকড়ে ভয়ে
শেকল যারা বাসতো ভালো বিপ্লবী যায় তারাই হয়ে
অভয় যে বই সামলে রাখে সূর্য সুভাষ সবরমতী,
পাতায় পাতায় সেই কেতাবের স্থিত দেবী সরস্বতী।
ফেক ভিডিও সুযোগ খুঁজে জ্বালাচ্ছে মন মোবাইল স্ক্রীনে
ভুল খবরে হিংসা ছড়ায়, জ্বলছে আগুন রাত্রি দিনে,
যে সব কলম সত্য খুজে সামলে বেড়ান খবর-ক্ষতি
তাঁদের তন্দ্রাবিহীন নিবে নিবাস করেন সরস্বতী।
চোখরাঙানির মুখের ওপর কেউ যদি গায় ফৈয়াজ নাজম
শাহীনবাগ বা তিয়েন স্কোয়ার, যাদের গলায় ধিক ফ্যাসিজম
সবাই যখন আঁটছে কুলুপ, বার্তা যাদের জবর গতি
দেশ যুগ আর কাল পেরিয়ে, তাদের সাথেই সরস্বতী।
শিক্ষা যখন মানুষ জাগায় দিনবদলের দুঃসাহসে
মিথ্যা যতই কায়েমী হোক কেউ যদি না যায় আপোষে
সবাই যখন বশংবদ , কেউ যদি হয় অপর মতি,
ধর্মবিহীন তার পতাকায় বিরাজ করেন সরস্বতী।
সত্য যাদের পথের মশাল তাদের কাছেই সরস্বতী।
আর্যতীর্থ