ঘৃণা করার তালিকায় আরেকটা নাম যোগ হলো, ইকবাল হোসেন।
মণ্ডপে কোরান রেখে এই নরক সৃষ্টির ষোলোআনা দাবীদার।

                            । সাপ।

হায় হোসেন, হায় হোসেন, দেশের মাঝে দ্বেষ ঠোসেন,
মণ্ডপে যান  কোরান রেখে, বিধর্মীদের বেশ দোষেন ।
দাঙ্গা বাঁধান উৎসবে, ভরেন নিজের ভূঁই শবে,
নিজের পায়ে কুড়ুল মারার নামবে মাথার ভূত কবে?

এতই যখন না-পাক মন, কোন সাহসে কোরান ছোঁন,
আর যা কিছু হন না কেন, মুসলমান তো আপনি নন।
কাজ তো এ না ধার্মিকের, আজ যে আগুন চারদিকের
আমরা যারা শান্তি খুঁজি, ঘরেতে আঁচ পাচ্ছি টের।

পেলেন কি এই দাঙ্গাতে, হিংসা এমন নাঙ্গাতে,
বিশ্ববাসী বলছে ডেকে , দেখ না কী হয় বাংলাতে।
বাংলাদেশী আপনি কি,  কাগজ যত থাক ঠিকই,
নিজের দেশে জ্বালায় না কেউ এমন করে আগ ধিকি।

অন্ধ হবার  ভুল মোহে, সামিল হলেন দেশ-দ্রোহে,
লাগলে যে পাঁক ঘেন্না শুধু , ডোবেন না-পাক সেই দহে।
এপার ওপার দুবাংলায়, দেশ বিভাগের সে দাঙ্গায়,
দগদগে ঘা যা রয়েছে, খুঁচিয়ে দিলেন ফের সে ঘা’য়।

হায় হোসেন হায় হোসেন, মীরজাফরের জ্বিন পোষেন,
বাঙালী নন আপনি মোটে, কোন বিভেদের বিষ চোষেন?

এখন দেখার সে বিষধারী , আর কখানা সাপ পোষেন।

আর্যতীর্থ