।সফর।

সে ঘর নেই,
শেকড় নেই,
               ভ্রাম্যমান,
যায় পথিক,
কোথায় ঠিক
              সাকিন তার
অন্ধ অতীত ,
খন্দে পতিত
               বর্তমান,
অচিন পথ,
নেই কোনো মত
              স্বাধীন তার।

সেই কবে,
ঘর হবে ,
               ভাবনাতে.
পথ শুরু,
বুক দুরু  
               আফ্রিকায়
শেষ কোথায়,
নেই তা হায়
               তার হাতে,
জীবনভর,
বিন নোঙর
                যাত্রী যায়।

সব দেশে,
যায় ভেসে,
               ঘর কিছু,
দুঃশাসক,
রক্ত চোখ,
              নখ শানায়,
ধর্ম জাত ,
যেই তফাত,
                 চোখ নিচু
শেকড় তার,
উপড়াবার
                ছক বানায়।

দেশ মানে,
ম্যাপ জানে
               সভ্যতা
সে-ই দেশী,
যার বেশি
              ঠিক নথি,
উল্টোলে,
ভুল হলে,
              নেই কথা,
রাষ্ট্র নয়,
খুব সদয়
              তার প্রতি।

মেক্সিকান,
ইন্ডিয়ান
           মার্কিনে,
রোহিঙ্গিয়া
পূ-বঙ্গিয়া
           ইন্ডিয়ায়,
দেশরা বলে,
এর ছোবলে
           পারছি নে,
এর কারণে
দেশ মরণে
            বিষক্রিয়ায়।

কোথায় যে ঘর,
জারি সফর,
             খোঁজ বিনে,
শুরুটা যার,
সে কোন আঁধার
               আফ্রিকায়।

আর্যতীর্থ