।সাবধান।

সাবধান! শব্দতে রয়েছে নজর,
জরিপ হচ্ছে ক্রিয়াপদ বিশেষ্য বিশেষণগুলো।
তুলোধোনা করে দেবে কথার পেয়াদা, জেনেবুঝে মন-মুখ খুলো।
নিরাপদ রাস্তাতে হেঁটো, বলিউড ক্রিকেট বা ভি ডে,
ভুলেও বোলো না যেন কথা ধর্ম বা রাষ্ট্রকে বিঁধে।
তোমার বর্ম নেই কোনো, তির বা বুলেট আটকাবে,
খিস্তিতে ক্ষমা চেয়ে নিও , যদি তাতে বাঁচো কোনোভাবে।
আরো ভালো হতে পারো বাছা, যদি তালে তাল দিয়ে লেখো,
শব্দ চুবাবে কোন তেলে, বিখ্যাতদের থেকে শেখো।

সাবধান! মতামত সামলিয়ে রেখো,
চোতা করে গোপন পকেটে
ভাবনাকে লুকাও কোথায়, খুঁজছে তা কথা-বোম্বেটে।
আয়নায় ধমকে নিজেকে, বোলো ‘ওহে সাধারণ লোক,
বেখাপ্পা প্রশ্নরা এলে, গিলবার সুবুদ্ধি হোক।’
উথলিয়ে ফেসবুকে দিলে, তাল ঠুকে সৈন্যরা নামে,
ব্যাঘাত ঘটাও চুনোপুঁটি, কি সাহসে রাজার আরামে!
প্রথমে আসবে গালাগালি, পিতা মাতা বংশকে ধরে,
সারমেয় নাকি বরাহজ তুমি, বোঝাবেন তীক্ষ্ণ আদরে,
তারপরে বাড়ি বয়ে এসে, দেশপ্রেমী ধরবে কলার,
তুমিও যে মাটি ভালোবাসো, চান্স নেই সেকথা বলার।

সাবধান! সামলাও জিভ, রাশ টানো বেয়ারা কলমে।
কোরাসের ধুয়ো ধরে গাও, তাল রেখো আলাপে ও শমে।
এইখানে বিরোধিতা মানা, বিতর্কে যাবেই না কেউ,
ওই শোনো, বাম হাত রামে,উত্তাল খেউড়ের  ঢেউ..
তুমি তো ছাপোষা গৃহী, ছাগলের তিন নম্বরী,
দাবীদাওয়া মাইনাসে রেখে, লিখে চলো খাড়া থোড় বড়ি।

সাবধান! অমূলক প্রশ্ন কোরো না,
নিরাপদে নিচু রেখো ঘেঁটি,
মাঝে মাঝে মোমবাতি জ্বেলো, রাষ্ট্রের প্রয়োজন সেটি...

আর্যতীর্থ