।রূপোলী দোল।

গোস্তাকি মাফ , আজ ফাগুয়া,
একটু রঙিন হবেই ছোঁয়া,
ইচ্ছেমতন আবির দেবো
মুখটি করে তুলসীধোয়া।

আজকে তোমার রাগা বারণ
ফাগ যে আমার বিপত্তারন,
দুষ্টুমিদের ছাড় দিয়েছে
‘ হোলি হ্যায়’ এর এ উচ্চারণ।

বয়েস যতই ধমক লাগাক
হাঁটুর ব্যথা আড়ালে থাক
মনের মধ্যে খলবলিয়ে
কলেজকালের যুবক লাফাক।

তোমার চুলের রূপোর ফাঁকে
দোল যে আমায় খেলতে ডাকে
আজকে নাহয় সহ্য কোরো
আগলবিহীন পাগলটাকে।

এসব কি আর শুধুই আবির
এ ছদ্মবেশ মনের চাবির,
আজকে বরং শোধ দিয়ে দাও
বকেয়া সব প্রেমের দাবীর।

মন যে দোলে আজ ফাগুনে
কি আর হবে বয়েস গুনে,
রাইকিশোরী জাগুক এবার
ডাকাতিয়া বাঁশি শুনে।

আবেগগুলো যায়নি খোয়া,
জানিয়ে দিলো দখিন হাওয়া
আবার দুজন রঙিন হবো,
গোস্তাকি মাফ, আজ ফাগুয়া।

আর্যতীর্থ