। রথের দিশা।
দেশ বাঁচাতে চতু্র্দিকের ঘোর নিনাদ,
ধন্দ এবং দ্বন্দ্ব ছড়ায় মগজময়,
দিশারীদের আজন্মকাল জোর বিবাদ,
কি মন্ত্রতে ঘটবে তাদের সমন্বয়?
ভোটের আগে এই দেশে সেই গল্প এক
শব্দ নাচে নেতার মুখে তা ধিন ধিন
ভোটার রে তুই নির্বাচনে আমায় দেখ,
তোর যাপনে ঠিক নামাবো আচ্ছে দিন।
মন্ত্রী হলেই মুচলেকা দেয় স্ট্যাটিস্টিক্স,
হুজুর যেমন ইচ্ছে করেন তাই হবে,
সংখ্যাবিদের ঝোলায় আছে অনেক ট্রিক্স,
উন্নয়নের হিসেব বলুন চাই কবে।
দেশের অসুখ, ঝাঁপিয়ে পড়েন বদ্যিকুল,
ওষুধ বলে করেন নিজের রঙ বিধান,
প্রয়োগ হলেই সময় জানায় পথ্যি ভুল
অম্লশূলে ডুকরে কাঁদে সংবিধান।
ধর না এবং ধর্ণা নীতির সংঘাতে
প্রজন্ম আজ পায়না ভেবে কি করবে,
জল বয়ে যায় আপনমনে গঙ্গাতে
ভবিষ্যতের রথের দিশা ভূগর্ভে।
আর্যতীর্থ