। রামমোহন।
রামমোহন, শান্ত হন, রোহাতগি’দের ভ্রান্ত মন।
ইতিহাসের বিকৃতিতে ল্যাজ-গোবরেও ক্লান্ত নন।
কোনটা সতী, কি জওহর, ওরাই দেবেন শিলমোহর,
টুইটারে , ল্যাজ নাড়ে, রোজ বোকা ওই কজন।
বলতে চায়, জ্বলতে চায়, একটু যদি সলতে পায়,
সতীপ্রথার সমর্থনে হিন্দু হবার কল্কে পায়।
উৎপাদন গুলকথন, হচ্ছে জোর, রোজ যখন,
বল তখন, কোন কারণ, বাদ থাকেন, রামমোহন?
রুগ্ন এই যুগ বড়, ভগ্ন আজ ঈশ্বরও,
বক্ষে হাঁপ, হস্তে কাঁপ, বাঙালী আজ নিঃস্বরও।
বলবে কি, চল দেখি, কোন পাগলে বলছে কী,
ইতিহাসের ইতি করে, করিস কি তা বল দেখি!
ভন্ডরা ,শোন দাঁড়া, সাহস থাকলে হাত বাড়া,
দেখি কারা নাড়াতে চায় রামমোহনের শিরদাঁড়া।
ঘাস রামে, আর বামে, নেট জুড়ে ঝড় নামে,
বলছে কই, এ রুখবোই, বললে মিছে তাঁর নামে।
রোহাতগি’র লক্ষ্য স্থির, ঝংকারে হয় কান বধির,
রামমোহন ধ্বংস হোন, ফিরুক প্রথা ফের সতী’র।
মূর্খরা, বোঝ তোরা, স্থির থাকে সত্যরা,
অজ্ঞানের বিষঝোরা, আর কোথাও খোঁজ তোরা।
রোহাতগি’র খোয়াবটির, সম্ভাবনায় মন অস্থির
পুড়তে কেন সখ জেগেছে একুশ শতক কন্যাটির?
ভ্রান্ত জন, ক্ষান্ত হন, সময় থাকতে শান্ত হন,
রাখুন মনে রামমোহন, প্রথম আলোর পান্থজন।
আর্যতীর্থ