। রাক্ষস।

জন্মভূমি লংকা হলে, রাম লক্ষ্মণ শত্রু তখন,
রাক্ষস হতে আপত্তি নেই, যদ্যপি নই ভাই বিভীষণ।
আমার রাজা হন দশানন, থাকবো তাঁরই সেনার ভিড়ে,
থাক ভগবান উল্টোদিকে, তাও যাবোনা ওই শিবিরে।

বানরসেনা জিতছে রোজই, সে সব খবর আসছে কানে,
যে কোনোদিন প্রাণ খোয়াবো, কবে সেটা ভাগ্য জানে।
শত্রু যখন পবনসুত, লড়াই করে পারবো কেন,
শেষ শ্বাসটাও বাতাস টানে ,আমার দেশের পক্ষে যেন।

ইতিহাস তো আজন্মকাল, জয়ীর পায়ের হীন চাটুকার
কাল দশানন জেতেন যদি, রাবণায়ন নাম হবে তার।
লিখবে কি কেউ আগামীতে, রাবণ শুধুই করেন হরণ
পুরুষ রামের সন্দেহতেই, বাস্তবিকে সীতার মরণ?

যাহোক এসব তত্ত্ব বলা, এই অধমের কাজ সেটা না
আমি যখন হেরোর দলে, খল হবো তা আগেই জানা।
তা হই, তাতে কি এসে যায়, অন্তত নই দেশদ্রোহী,
বহিরাগত’র চরণ ধরে, উন্নয়নের নই আরোহী।

হে আগামী মনে রেখো, পড়বে যখন রামের কাহন
ভগবানের বিরুদ্ধতায়, জন্মভূমির আমরা বাহন।
বিপরীতে থাকনা যে কেউ, প্রণিপাতে আমরা নাচার,
রক্তে ভেজাই দেশের মাটি, আমরা সেনা রাবণ রাজার।

বিভীষণের অন্ধ বিচার, বোঝেই নি হায় মূল্যটা যার।

আর্যতীর্থ