।রাজতন্ত্র।

যাকে ভোট দেবো ভালোবেসে, সে মানুষ দাঁড়াবে কি ভোটে,
অটোতে যে বসে পাশ ঘেঁষে , বাস এলে পা মিলিয়ে ছোটে,
সবজিতে ঘোর দরাদরি, মিছিলে আটকে ফেরে রাতে,
তাকে যদি  প্রতিনিধি ধরি, কোনো দল দেবে কি দাঁড়াতে?

যেই চাষী মাটি-ঘ্রাণে বাঁচে, ঘাম যার রোজকার ব্রত,
প্রাসাদের আনাচে কানাচে, তারা গেলে বড় ভালো হতো।
ডিগ্রীকে তাকে তুলে রেখে, যে যুবক হকারি ধরেছে,
কখনো কি যাবে দেশ দেখে, কেউ তাকে প্রার্থী করেছে?

ভোট এলে দেখি চারপাশে , তারকারা আশা ফেরি করে
যে কখনো দেয়নি পা ঘাসে, একহাঁটু মাটি মেখে ঘোরে।
সিন্দুকে  টাকা যার কোটি, সে-ও করে গরীবীর শোক
এরই নাম হয়তো প্রগতি , নেতা নয় সাধারণ লোক।

অবশ্য ইতিহাস বলে , আমাদেরও দোষ আছে বহু,
যা চলতো বাদশা আমলে, কপি পেস্ট করছি হুবহু।
রাজা কেউ রুটি  ছুঁড়ে দিলে, সাবড়াই প্রসাদের জ্ঞানে
হাঁটছে যে রোজের মিছিলে, কে তাকে নেতা বলে মানে?

রাজা গিয়ে আর এক রাজা , আমাদের ভোট বয়ে আনে..

আর্যতীর্থ