। কোটা।
খোপের মতো ভাগ হয়েছে এদেশ যখন গোটাটাই
করুক দাবী কেউ তো এবার মেধাবীদের কোটা চাই।
জন্ম থেকেই ভিন্ন করে পোক্ত নাকি ঐক্যভিত,
কোটার খোঁটায় ভোটার বেঁধে খেলেন নেতা চু-কিতকিত।
এক কোটি লোক ছাটাই হলো এই তো গত বছরে
( তুচ্ছ ব্যাপার, রাম-রাফালে এড়িয়ে গেছে নজরে)
শূন্য যদি শতাংশ হয় , রয় না কিছুই শূন্য বই,
চাকরিবিহীন এই সুদিনে কোটা গোটা-য় ফারাক কই?
যুগ বলেছে সামনে বাড়ো আমরা চেঁচাই রোককে
বাতাস এখন খুব অনুকূল পিছড়ে হওয়ার পক্ষে।
চায় মারাঠা ,চায় যে প্যাটেল, পাতিদার আর গুজ্জরে
সব নাগরিক বললে সমান বক্ষে লাগে খুব জোরে।
মাঝের থেকে চড়ছে শূলে মেধাবী সব ছাত্ররা,
শিক্ষা এবং চাকরি বাঁধে জাতের সাথে গাঁটছড়া।
মিথ্যে করেই ফি বছরে বেরোয় মেধার লিস্টি সে
আসলে তা জাতের বিচার করা ভোটের দৃষ্টিতে।
ক্রমেই মেধার শ্মশান এ দেশ কোটার সাথে সহবাসে
স্বপ্নপোড়ার গন্ধ কটু ভাসতে থাকে নেই-বাতাসে।
যাচ্ছে ক্রমে পাতালে দেশ, আকাশপানে ওঠা চাই
কেউ তো বলুক, দেশ বাঁচাতে মেধাবীদের কোটা চাই!
আর্যতীর্থ