। পুতুলনাচের অন্তকথা।

কোন সুতোতে তা থৈ নাচন কোন সুতোতে রোককে
সেসব জ্ঞানের খুব প্রয়োজন কুর্সি  রাখার পক্ষে।
যেমন তিনি টান দিয়ে যান তেমনভাবেই ঝুঁকলে,
সপ্তরথী ফেল করে যায় চক্রব্যুহে ঢুকলে।

কুর্সি রাখার এটাই নিয়ম, অতীত এবং অদ্যে,
স্বাধীন কোনো ভাব এনোনা ভুলেও মনের মধ্যে।
নিয়োগপত্রে যাই লেখা থাক এটাই বাঁচার শর্ত
নয়তো কেঁচো, বদলে যাবে কেউটে সাপের গর্ত।

ইচ্ছে যেমন , তেমনি রাজা হুকুম দেবেন রাজ্যে
কাঠের পুতুল, তোমার কেবল সায় দেওয়াটাই কাজ যে।
স্প্রিং পুরে নাও ঘাড়ে তোমার, দোলা-তে হও বাধ্য,
দেখবে তখন চাকরি রাখা কেমন সহজসাধ্য।

রাত্রে যদি বিবেক এসে কামড়ায় কূট দন্তে,
বুঝবে তবে পৌঁছে গেছো পুতুলখেলার অন্তে।
একটু যদি মাথায় থাকে কুর্সি রাখার চিন্তা
রাজা যেমন নাচান তেমন নাচতে থাকো ধিন তা।

শিরদাঁড়া যার হাল ছেড়ে দেয় ভালোই কাটে দিন তার।

আর্যতীর্থ