।পুরোনো।
মাঝে মাঝে মুখ নিচু করে, দেখা চাই আনাচে কানাচে
ফেলে আসা পুরোনো দিনেরা, কোথায় কতটা বেঁচে আছে
হুড়মুড় সামনে এগোনো, মেনেছো জীবন বলে তাই,
তবু সব আগামীর দাবী, অতীতকে ফিরে পেতে চাই..
স্মৃতিদের ঘর জুড়ে ঝুল, পরতে পরতে জমে ধুলো,
হলদেটে লেফাফার ঝাঁপি, ও পথিক মাঝে মাঝে খুলো
ভুলে যাওয়া কিছু নাম পাবে, ঝাপসানো সাদাকালো ছবি,
ফেলে দেওয়া ছেঁড়া চিরকুট, তোমার কাহিনী ওরা সবই।
বসন্ত পেরোলে তো বহু , কত মাঘ বয়ে গেছে শীতে,
কোলাহল প্রবাহ থামিয়ে, দেখে নিও নিজেকে নিভৃতে
প্রতি ক্ষত ইতিহাস বলে, সুখ চেনে প্রতি বলিরেখা
কতদিন হয়নি বলো তো, ভালো করে আয়নাতে দেখা!
প্রতি কটা রাশিফলে লেখা, ‘আপনার আজকের দিন’
একদা যা চকচকে স্মৃতি, অধুনা তা চমকবিহীন।
তবু ওই কোণাভাঙা ক্ষণ, তোমাকে এখন-য়ে এনেছে,
আজকে যদিও চোরাবালি, ক্ষরস্রোত সে নদী জেনেছে।
মাঝে মাঝে মুখ পিছু করে, ফেলে আসা স্মৃতিদের দেখো,
খুব করে ধুলোটুলো ঝেড়ে, তারপরে ফের তুলে রেখো।
আর্যতীর্থ