। প্রেম সপ্তাহ।
লাকটা আমার ব্যাডের থেকে হচ্ছে দেখি ব্যাড ভেরি,
গোলাপদিনে পাইনি গোলাপ, চকলেটে নেই ক্যাডবেরি।
প্রপোজ ডে তে করবো প্রপোজ রাইকে গিয়ে কইনু যেই,
বলেন গরু চড়াও গাছে, আনছি তবে মই খুঁজেই।
হাঁটুর ব্যথায় কঁকিয়ে মরো, হাঁটু গেড়ে বসবে কি
প্রেম জাগাতে স্বাস্থ্যে এবার নামতে পারে ধস দেখি।
মিনমিনিয়ে বলি ম্যাডাম, অমন বসার কি দরকার,
নতজানু প্রথম থেকেই, উঠতে যে নেই সাধ্য আর।
টেডিকে বাদ দিলাম নাহয় , বিয়ার পেলে মন্দ কি
রাই বললেন সারা বাড়ি ছড়াতে চাও গন্ধ কি?
মাতাল পড়ে মদের প্রেমে, প্রেমিকা তার ফাউ নেহাত,
কিংফিশারের স্বপ্নটাকে রাই ভেঙে দেন তৎক্ষণাৎ।
লিস্ট মিলিয়ে রাইকে বলি এর পরে হয় প্রমিস ডে,
সুন্দরী কন, ভাঙা শপথ লিখলে হবে ক’দিস্তে?
কোনোকালেও কথা দিয়ে কথা রাখার নও তো লোক,
হাত বাড়িয়ে বলি প্রিয়ে, তবে এবার হাগ’ডে হোক।
রাই গর্জান আ মোলো যা দেখো বুড়োর ভীমরতি,
ছোট’র ছিলোই , বড়মেয়েও প্রেম ধরেছেন সম্প্রতি।
ওদের প্রেমিক করবে যেটা সেটা তোমার পায় শোভা?
( কি বলবো ভাই, এমন আজব যুক্তি শুনে হই বোবা!)
আরো যেটা বাকি দিবস , বলতে যদি যাই তাকে,
হয়তো এবার গালি ছেড়ে, পড়বে ঘুষি জোর নাকে।
আলোচনায় দাঁড়ি টেনে, ভাবছি এবার কোথায় যাই
রাই বললেন , হপ্তা থেকে একখানা কম হিসেব পাই।
চমকে বলি , সে কি দেবী , তুমিও রাখো এসব খোঁজ?
রাইকিশোরী বলেন ওমা, লিখছে দেখি রোজ কাগজ।
একখানা দিন বাদ দিয়েছো, ভুল করে না ইচ্ছেতে?
আমি বলি হাগ-ই বারণ, চুম্বন আর দিচ্ছে কে!
চোখ পাকিয়ে রাই শুধোলেন, আজকাল কি তাতেও লাইন?
হায় রে বিধি, হেসে বলি, এই আসামীর তুমিই আইন।
জাপটে চুমু দাও বা না দাও , তুমিই আমার ভ্যালেন্টাইন।
আর্যতীর্থ