। প্রায়শ্চিত্ত এবং..।

দুজন নারী! মাত্র দুজন। তাতেই  ত্রাহি ত্রাহি,
হায় দেবতা, ব্রহ্মচর্য এতই পরিযায়ী!
পাপ হলো কি ভক্ত হলেই কন্যা সে?
ভক্তিতে কি দাগ লেগে যায় সন্ন্যাসে?

সে পাপ বুঝি ষাট মিনিটেই যায় ধুয়ে...
রাজনীতি তার কালচে হাতে যায় ছুঁয়ে,
সেই ব্যাপারে ভক্তসকল উদার খুব,
ঋতুমতীর বেলায় জাগে অন্যরূপ।

ভক্ত সেজে প্রবল প্রতাপ যাদের,
ঋতু ছাড়াই  হয়তো পেলেন মা’দের।
মাতৃঋণ এমনি করেই তাই চুকান,
বিপত্তারণ, এই বিপদে কই লুকান?

ঐতিহ্যর বিজ্ঞাপণে কুসংস্কার,
রাজনীতি আজ ওঠাতে চায় ফায়দা তার।
তালাক আইন যদি নারীর জন্য তা,
আয়াপ্পাতে হচ্ছে কেন অন্যথা?

দুজন নারী। দুজন মোটে। ছদ্মভক্ত ক্ষিপ্ত...
ভগবানও শুদ্ধ হতে করেন প্রায়শ্চিত্ত।
ভক্তরা আজ ভক্তিপথের প্রবল প্রতিপক্ষ,
ঈশ্বরকেই বন্দী রাখে পুরুষরূপী যক্ষ।

কিন্তু দুজন হাজার হলে ?কিংবা লক্ষ লক্ষ?


আর্যতীর্থ