। সময়ের কাছে প্রার্থনা।

দুঃখ দিও , কষ্ট দিও,
ব্যর্থ সময় নষ্ট দিও,
মাঝে মাঝে কাজের ফেল-এ লালকালিটা স্পষ্ট দিও,
তিরন্দাজির আন্দাজিতে শেষ মিনিটে ভ্রষ্ট দিও,
কিন্তু সময়, লক্ষ্যবিহীন আয়ু দিও না,
আর যেটুকু জীবন আছে ,
দাম থাকা চাই কারো কাছে,
ক্যালেন্ডারে যখন আমি কারোর প্রিয় না,
তখন যেন আর না থাকি,
স্মৃতির ফাঁকে নামকে রাখি,
লক্ষ্যবিহীন ভুল জীবনে শরীর নিও না।

একটা কিছু সামনে থাকুক,
সবুর-মেওয়া আস্তে পাকুক,
ঘুমের থেকে ওঠার পরে না ফুরনো কর্ম ডাকুক,
যুদ্ধ নতুন করতে শুরু বৃদ্ধ শরীর বর্ম ঢাকুক,
একটা কিছু, একটা কিছু,
রুটিন ভেঙে যেটার পিছু
নিতেই হবে, শেষ যে কবে,
সেটা ভেবে কাজের মাঝে দম বেরোবে,
কিন্তু আছে ভালোই জানা,
শেষ মানে নয় দাঁড়ি টানা,
আবার নতুন লক্ষ্য খুঁজে জীবন নতুন বাজি রাখুক,
দেখুক সবাই, সময় জবাই
থোড়াই করে বয়েসকালে,
দেখুক সবাই পক্ককেশেও ভাসছে ডিঙি নতুন পালে,
হৃৎপিণ্ড থামার আগে  বাঁচুক হৃদয় রাজার হালে,
ফালতু অলস দিন কাটানো জীবন স্বীয় না,
লক্ষ্য যদি না থাকে আর,
বাঁচাই তখন হবে বেকার,
সময় তবে আর আমাকে আয়ু দিও না।

ত্রুটি দিও, চ্যুতি দিও,
মুক্তো ভ্রমে পুঁতি দিও,
কষ্টে খেটে করা কাজে নাহয়  হাজার খুঁতই দিও,
ভাবীকালে হাতড়ে স্মৃতি জিভ কাটবার ভূতই দিয়ো,
কিন্তু আমার ভাবনা মোটে আর দ্বিতীয় না,
দুলিয়ে দিও, ভুলিয়ে দিও,  
কক্ষপথে গুলিয়ে দিও,
অলপ্পেয়ে দুর্ঘটনায় আচমকা কান মুলিয়ে দিও,
দোহাই আমার সফরনদীর ঢেউ থিতিয়ো না।

দুঃখ শোকে জ্বলতে রাজি,
পথের শ্রমে টলতে রাজি,
কিন্তু সময় , লক্ষ্যবিহীন আয়ু দিও না।

আর্যতীর্থ