। পোশাকের ভয়।
রাজারা উলঙ্গই হয় ।
বস্তুত, নগ্নতাই সিংহাসনের প্রথম শর্ত।
ক্ষমতালীপ্সাকে তরোয়ালে না মাখালে হয়না রাজত্বজয়,
খাপে ঢাকাচাপা দেওয়া গুপ্তঘাতকের কাজ,
শাসকের নয়।
সরাসরি স্পর্ধাতে
ইচ্ছে বেআব্রু হলে ভয় করে না।
কেউ বকশিস পাবে কেউ বা চাবুক,
যুগের সোপান বেয়ে রাজাদের এই নীতি ইতিহাসে চেনা।
আমার স্বভাবধর্ম শাসকের ভালো লাগে বা না লাগে,
সেই মতো প্রস্তুত হতে পারি আগে,
তাই অবাক লাগেনা।
নগ্ন না হলে রাজা সেটা বড় ভয়।
যা বলেন তার যদি দশ মানে হয়, ঘৃণা যদি পরিচিত ভাষ্যে না আসে,
ধ্বংসের ইচ্ছারা মৃদু মধু হাসে,
প্রতিটি চাবুকক্ষত হৃদয়ে জাগিয়ে তোলে মহাবিস্ময়।
পোশাকের পর্দাতে কখন যে বন্দুক ঘোরে কার দিকে,
সেটা না জানতে পারা ভালো কথা নয়।
জনতার মঙ্গলে রাজা যেন সব চোখে উলঙ্গ হয়।
আর্যতীর্থ