। পিতা হে।

স্বাধীনতা পাওয়ার সাথেই ফুরালো তার ইনিংসও,
জাতির জনক, রাজনীতিতে ব্রাত্য এখন অহিংস।
গুন্ডা পোষেন সবকটা রঙ, মাঠে নামান দরকারে,
মিউজিয়ামে শো পিস হয়ে পচছে তোমার চরকা রে।

হিংসা এখন বড্ড বেশি, রোজনামচায় রক্তপাত,
গণতন্ত্রের চুলের মুঠি, হিঁচড়ে টানে শক্ত হাত।
কোন পতাকার পোষ্য সে হাত, সে প্রশ্নটাই অবান্তর,
খুনী এবং খুন হওয়া লাশ, তেরঙ্গাতেই তাদের ঘর।

স্বাধীনতার সিংহভাগই অহিংসকের অর্জিত,
প্রজন্ম আজ সে তথ্যতে যারপরনাই লজ্জিত।
লাঠির নিচে মাথা পাতা, কোন বোকা আজ করবে তা,
লাশ বাড়ানোর চলছে লড়াই, গোধরা থেকে গড়বেতা।

যে ভুলগুলোর খবর তুমি দিয়েছিলে স্বেচ্ছাতে,
আমরা সেসব বদলে ফেলি মুখরোচক কেচ্ছাতে।
নিজের সামনে আয়না ধরা, বেবাক সে সব ভুলছি কথা,
সবার দাবী শুদ্ধতাতে লজ্জা পাবে তুলসিপাতা।

জাতির জনক, জন্মদিনেই আমরা সাজি গান্ধীবাদী
বাকি সময় সাদায় কালোয়, গোলাপ গোলাপ গান্ধী বাঁধি।

আর্যতীর্থ