।পিছু ফেরা।
দিন ফুরানো বছরখানা হাত নেড়ে যায় পেছন থেকে,
বিদায় পথিক, সাবধানে যাও নতুন সালের রাস্তা দেখে।
অতীত হলাম স্মৃতি নিয়ে, কিছুটা তার থাকুক মনে,
সফল সুখের কাহিনী বা অশ্রু পুকুর মনের কোণে,
ঝিলিক দেওয়া কয়েকটা দিন, সব বছরেই দাগ কেটে যায়
বাকিরা সব তারিখ কেবল , আয়ুর শেষে হাওয়ায় মিলায়।
সময় পথে এগিয়ে যেতে, অনেক কিছু ভুলতে লাগে,
কাল ছিলো যা খুব জরুরী, আজকে মিলায় ঝাপসা দাগে
ফেলে আসা রোজনামচায়, যেন সবাই ঘুরে দেখি,
আসল সোনা মিললো কি কি, আর কতটা গিল্টি মেকি।
প্রেম যা কিছু জুটলো ভাগে, আগলে তাকে রাখতে হবে,
বিষণ্ণতা ভয় দেখালে, তখন কাছে ডাকতে হবে,
দুঃখরা যাক আস্তাকুঁড়ে , বছর শুরু নতুন শ্লেটে,
আবার এলে সামাল দেওয়ার সাহস থাকুক বুকপকেটে,
শোকের খবর রাখবো কোথায়, সময়ে কি কমবে জ্বালা,
ছবির মানুষ হাসেন মৃদু, ঝুলিয়ে গলায় ফুলের মালা
কখনো শোক সুখের থেকেও, আপন এবং নিজস্ব যে,
বছর পেরোয় নিজের মনে, সবকটা দিন তাকেই খোঁজে,
তেমন কিছু থাকলে স্মৃতি, সঙ্গে থাকুক আগামীতে,
গ্রীষ্মতে দিক শীতল স্নেহ, ওমের আরাম দারুণ শীতে।
আর যা কিছু নিকষ নিরস, অর্থ এবং রাজার নীতি,
নথির নাকাল, ভরসা আকাল, হঠাৎ ভিটে মোছার ভীতি
বিবশ বিচার, ধর্ম নাচার, ঘেন্না মাখা ভেদের বমি,
ঝনাত ঝনাত অস্ত্রে সাজা, মহরম আর রামনবমী,
ব্যর্থ জ্বলা মোমের বাতি, ধর্ষিতা নাম বদল শুধু,
ডিগ্রী নামক তুলট কাগজ, চাকরি বাজার মরুর ধুধু,
ক্রমেই কমা ঘামের দামে, রাজার সভার নিস্পৃহ দায়,
হুজুগ মাতন অসার পুজোয়, ব্যস্ত খরচ মূর্তি গড়ায়,
আনাজপাতির দাবানলে, রাজ্য বনাম কেন্দ্র লড়াই,
ভোটের পরে ভোটার ভুলে, নেতার করা যা ইচ্ছে তাই,
এসব যেমন এই বছরে, থাকবে একই লেহ্য পেয়
প্রতিশ্রতির প্লাবন এলে আগের মতন ধোঁকা খেও।
আর যদি কেউ বদলে গিয়ে, মিছের দিকে আঙুল তোলে
চিরকালীন স্থবিরতায়, যা এতদিন এসছে চলে
সেসব নিয়ম পাল্টে দিয়ে, সাধারণের মধ্য থেকে,
রাজা রে তোর কাপড় কোথায়, কেউ যদি সেই চ্যালেঞ্জ ঠোকে
সময় তবে থমকে খানিক, কচলাবে চোখ বিস্ময়ে তার,
এ কোন নতুন যুগের আওয়াজ, চটকা ভাঙে নিঃস্বরতার,
তবে জেনো সেই আগামী, শুনছে আওয়াজ দিনবদলের ,
দুঃশাসনের সময় গিয়ে, রাশ হাতে যায় বিকর্ণদের।
যদিও এসব স্বপ্ন শুধুই, তবুও ভুল যায় কি বলা,
সবাই যখন হাল ছেড়ে দেয়, বিকর্ণরা তোলেন গলা।
হলদে হওয়ার একটু আগে, বছর দেখে পিছন ফিরে,
কার জীবনে দাগ কেটেছে , হারালো কই এমনি ভিড়ে।
আমরা এবার সামনে দেখি, অতীত ছোঁয়া অভিজ্ঞতায়
সাবধানে খুব পা ফেলা যাক , দেখে নিয়ে যাচ্ছি কোথায়।
আর যদি হই অসাবধানী, সেটাও যেন ঠিকভাবে হই,
কেউ কি জানে আমি তুমি, ভাবীকালের বিকর্ণ নই?
চুপের এ রূপ বদলে সেদিন, প্রজার আসল স্বর শোনাবোই..
আর্যতীর্থ