। ফোনের মানুষ।

ফোনের মানুষ মনের মানুষ এক কারো হয়?
সাক্ষাতে যার ফোন দেখাটা একবারও নয়,
তেমন কোনো বন্ধু পেলে ফোনক্রীতদাস সমকালে,
নাই বা থাকুক মন্ত্রী সেপাই অশ্ব অযুত ঘোড়াশালে,
ডিজিটাল এই ফকিরানায় আজকে তবে সেই তো রাজা
ফোনটাকে যে বলতে পারে এখন তোকে দেখবো না যা।

ফোনের মানুষ মন পেরিয়ে দখল নিলে সারাদিনের,
রোজনামচায় আত্মকথন রোজ মোছা হয় আত্মহীনের।
মনের মানুষ সামনে থেকে ফেসবুকে যে অনলাইনে,
জীবনটা তার খেলায় হেরে কেঁদে বলে মন পাইনে।
আঙুলগুলোর খুটুরমুটুর, চোখের হঠাৎ নিচু হওয়া
এসব হলে খুব মুশকিল গভীর গিয়ে কিছু হওয়া।

সময়খেকো ফোনের মানুষ ঢেঁকুর তোলে ক্ষণ খেয়ে
স্ক্রিন ছাপানো আলগা কথা গড়িয়ে পড়ে মন বেয়ে।
সামনে যে লোক হাপিত্যেসে দৃষ্টি পাওয়ার ভিক্ষাতে
নিপাত্তাতে ক্ষইয়ে তাকে ফোন এসে যায় ঠিক হাতে।
সাথে থাকার মিনিট ছিনায় ফোনমানুষের সে সন্ত্রাস,
বাস্তবিকে আঁধার নামায় ভারচুয়ালের রাহুর গ্রাস।

মনের মানুষ ফোনের কাছে হারলে ঘনায় সর্বনাশ..

আর্যতীর্থ