। পাতাল।

কিছু ধাপ আরো নিচে নেমে যাই চলো।
ওপরের দিকে ওঠাটা কষ্ট,শ্রমে আর ঘামে অনভ্যস্ত
হয়েছি সবাই, বরঞ্চ চলো নিচুদিকে যাই
সেটা হবে ভালো।
ওইখান থেকে সাধারন মাটি উচ্চ দেখাবে,
এখানে আবার উঠে আসাতেই সময়টা যাবে।

ঘাড়টাকে চিবুকের আর একটু কাছাকাছি নিই।
কৌণিক ভাবে ঘাড় হলে বেঁকা সামনের দিকে তত কম দেখা
যায় তো জানাই, ঠিকভুল বাছা ধানাইপানাই
কম করে দিই,
ভুলে যাবো কত দূরে আছে খাদ,
বেশির ভাগের ঘাড় উঁচু করে ঘটেছে প্রমাদ।

শিরদাঁড়াটাও পারলে গোটাই শামুকখোলের পানা।
সটান সোজা যারাই থাকে, শত্রু ভাবে নিখাদ তাকে
যুগের রোলার। সিংহ মরে, হয়না মরণ যে আরশোলা’র
কার না জানা।
কুর্নিশ করা অভ্যাসে এলে দিন ভালো যায়,
কি যায় আসে কোথায় ক’বার রাজা পাল্টায়।

মোটের ওপর পাতালেই চলো সখা,
স্বয়ং জানকী বিচারবিহীন সেখানে আছেন একা।

আর্যতীর্থ