। পাশেই আছি।
বর্ণমালার মুখ ভেঙে দেয় রাজনীতি তার কিলচড়ে,
রাজস্থানের মাস্তানিরাজ পৌঁছে গেলো শিলচরে।
যা খুশি তাই বলতে পারা শুধুই নেতার ফ্রিডম সে
ভয়াল যুগের নামছে আঁধার মুক্তমনের এ ধ্বংসে।
হতেই পারে, পড়তে গিয়ে হোঁচট খেয়ে কন্ডোমে
ছলকে ওঠা বীতরাগে কবির প্রতি মন দমে।
সব লেখাতেই প্রশ্নবিহীন তৃপ্তি দেবে পাঠককে,
সাহিত্যতে কেউ দেখেনি কলমধারী সে লোককে।
তাই বলে সেই লেখা নিয়ে মাতলে দাঙ্গাহাঙ্গামায়
স্বাধীনতা হঠাৎ দেখে রক্ত লেগে তার জামায়।
চাইলে শাসক শব্দ প্রতি রাজনীতি আর ধর্মবীমা,
কাঁটাতারের ধমকানিতে আটকে পড়ে স্বপ্নসীমা।
আজকে যারা হচ্ছো খুশি কবির প্রতি হামলাতে,
আগুন যখন আসবে দোরে, পারবে তো তা সামলাতে?
হয়তো রাজি, হয়তো বা নই , শ্রীজাত-জাত পদ্যতে
কিন্তু কলম বাঁধতে গেলে, লড়বো তাঁরই পক্ষতে।
ধর্মবাজের জুলুমবাজি সইবো কেন এই দেশে,
মশাল বুকে জ্বালিয়ে রাখেন কালবুর্গি লঙ্কেশে।
আর্যতীর্থ