। প্যানিক করবেন না।

দেখুন, প্যানিক করবেন না।
ধ্বংসের চিত্রটা বিশদে দেখাবো , ক্যামেরা করবে প্যান খুব কাছ থেকে।
মশাইরা, টি ভির থেকে যেন কোত্থাও নড়বেন না,
আপনার বাড়িঘর কিভাবে ভাঙতে পারে, সেই কথা বোঝাবোই ছবি এঁকে এঁকে।
তবু, প্যানিক করবেন না মোটে, ওটা হার্টের পক্ষে ভালো নয়।
এই তো এসে গেছেন বিশেষজ্ঞগণ, হবে আলোচনা,
তার আগে দেখাই, কি মারাত্মক হতে পারে ক্ষতি আর ক্ষয়,
প্রকৃতি ক্ষেপে গেলে মৃত্যু কিভাবে দেয় অতর্কিতে হানা,
সে ব্যাপারে এই দেখুন পরিসংখ্যান গ্রাফিক চিত্রের সাথে,
অতীতের ছবি সব, সারি সারি মৃতদেহ, কিংবা তছনছ হওয়া এক গোটা গ্রাম বা শহর।
এই মুহূর্তে সেরকমই বিধ্বংসী কিছু আসছে আপনার জীবনে আছড়াতে,
তবুও আতংকিত হবেন না। যদি কিছু ঘটেই, আমাদের ক্যামেরা ঠিক জুম করবে আপনার বাড়ির ওপর,
আপনার সর্বনাশ আমরা পৃথিবীকে দেখাবোই টিকা ও ভাষ্যসহকারে,
আপাতত ধৈর্য্য ধরে বসে দেখুন, কিভাবে মানুষ হেরে যাচ্ছে প্রকৃতির কাছে।
চারদিকে প্রতিরোধ কিভাবে বাঁচাচ্ছে প্রাণ প্রযুক্তির ব্যবহারে,
সে ব্যাপারে খবরও দেবো। তবে ওই বীভৎস বিষাদের আনাচে কানাচে,
কারণ জানেনই তো, বিনাশের আশঙ্কা লোককে টিভি’র কাছাকাছি রাখে।
আমাদের ব্রেকিং নিউজে তাই মৃত আর ধর্ষিত পৃথিবীর গুরুত্ব বেশি,
যারা বেঁচে গেলো, তারাই তো দর্শক, খবর দেখবে তারা বিনোদন ফাঁকে,
দুনিয়ার খারাপেরা টি আর পি বাড়াতে তাই স্ক্রিন জুড়ে করে ঘেঁষাঘেষি।
সুতরাং চলবে এই ধ্বংসের দুঃখ দেখানো। যদিও আপনার নাড়ি ছেড়ে যেতে পারে ব্রেকিং হোঁচটে,

তবু, শান্ত থাকবেন সব্বাই। প্যানিক করবেন না মোটে।

আর্যতীর্থ