। ওঠা যাক।

নামতে নামতে কোথাও একটা থামতে হবে।
মিলিয়ে যাওয়া যার নিয়তি, আবছা তেমন নাম কে হবে,
ওপর যাওয়ার পথ খোঁজা চাই, নাহয় কিছু ঘামতে হবে।

গড্ডলিকায় চলা ভিড়ের মর্জিমাফিক,
হয়তো ডাইনে  যাওয়ার ছিলো, ঘুরছি বাঁদিক
সামনে চাপ আর পেছন গুঁতোয় যাচ্ছি কোথায় বুঝছিনা ঠিক।

বদলে যাওয়া রাস্তাঘাটের দৃশ্যপটে,
না বলাতেও নামছি ক্রমে নিচের দিকেই বুঝছি বটে,
যদিও এটাই অগ্রগতি, কানের পোকা নাড়িয়ে বলে ক’জন শঠে

যুগের ঠেলায় অগ্রে যাওয়াই প্রগতি কি?
জানলা দিয়ে বাইরে তাকাই, লড়ছে প্রবল ফেজ ও টিকি,
অতীত খেলে আগামীকে যাওয়া তবে নিচের দিকই।

কিন্তু এমন নামতে নামতে যাচ্ছি কোথায়?
সায় দিয়ে যাই নিরুপায়ে বিভেদকামী অসভ্যতায়,
প্রজন্মকে পৌঁছে দিয়ে যাচ্ছি এ কোন যুগান্ধতার   মরাসোঁতায়?

যে যাই বলুক, নামবো না আর, উঠতে হবে।
বর্তমানে চুপ থেকে রোজ, ভবিষ্যতের ভূত কে হবে?
অন্ধকারের খোলস ছিঁড়ে, আলোর নিচে জুটতে হবে।

গড্ডলিকার দোহাই ছেড়ে ঠিক করে নাও উঠবে কবে..

আর্যতীর্থ