। নয় নামে।
ঝুলছে মস্ত তালার সারি, লক আউট রুজির কারখানা
একটা হাতে মাইনে বিনা পেট খালি যায় চারখানা,
যাদের আছে, তাদেরও রোজ চাকরি যাওয়ার ভয় নামে,
বেরোজগারি-র মহামারীর মধ্যে আসে পয়লা মে।
ছুটছে যুবক বোঁচকা কাঁধে, বাইক যাবে কার ঘরে?
তোমার বাড়ি পৌঁছে খাবার, সে খেতে পায় তার পরে।
রেঁস্তোরাদের দামী খানা’র প্যাকেট ভেজা রয় ঘামে,
ভরদুপুরে ছুটবে আজও, হলোই বা দিন পয়লা মে।
ক্যানিং লোকাল ঠিক টাইমে, হুড়মুড়িয়ে ছুটছে তাও
বাবুর বাড়ি ঝাড়ু পোঁছা , দেরী হলেই জবাব দাও।
বিকেল বেলায় শ্রান্ত দেহে ফিরতি ধরে ময়লা মেয়ে,
জানেই না সে শ্রমের নামে দিন রয়েছে পয়লা মে।
কালকে সারা রাত জেগেছে , আজ তবুও ডিউটিতে,
নার্সের তো কাজই সেটা, শমন রোখা দেউড়িতে।
ধন্যবাদ সে পায় কদাচিত, তবুও লেগে রয় কামে,
রুটিন থেকে নেই ছুটি আজ, সেবায় কাটে পয়লা মে।
শুধুই ছুটির দিন না এটা, আরাম করে পিকনিকের,
তফাত করার ভাবনা আসুক, ভুলের সাথে ঠিক দিকের।
শ্রমের দামে থাকলে ফাঁকি ,শ্রমিকদিবস হয় নামে,
সব শ্রমিকের মিটলে খিদে, আসবে সেদিন পয়লা মে।
আর্যতীর্থ