।নিয়ম।

দেখো ভাই, নিয়মটি সিধা।
যদি আদালত বলে আমাদের পক্ষে, তবে মিটে গেলো গোল,
নিয়ে নেবো আইনের তাবত সুবিধা,
সে রায় বক্ষে ধরে চৌদিকে বাজাবো রাষ্ট্রের সম্মানে প্রচারের ঢোল,
হেরো পার্টিদের দেবো ঋজু সাবধানবাণী,
‘ অধিকার বৈধ আমাদের, আইনের মত মেনে শান্ত হয়ে থাকো,
ধর্মজিগির তুলে যে কোনো শয়তানি,
বেআইনি হলো তোমাদের। অন্য কোথাও গিয়ে ঈশ্বর ডাকো,
অবশ্য সাড়া তিনি দেবেন না মোটে।’
কারণ , যুগে যুগে যারা জেতে , তাদেরই ওপরওয়ালা ঈশ্বর হন,
হেরোদের মতামত  যায় পিছু হটে,
সত্যি বলছি, মামলা পক্ষে গেলে আইনের প্রতি আছে আস্থা ভীষণ।

আর যদি দুর্ভাগ্যবশত রায় বিরুদ্ধে যায়,
তখন অন্য চিত্র। আছে তারও কষে নেওয়া ছক,
জড়ো করে আমাদের শিবিরের লোক, এদেশটা মুড়ে দিতে পারি হিংসায়,
ধর্ম অহিংস হলেও ,ধার্মিক সহজে হয় শান্তিনাশক।
মানুষের বিচারের অনেক ওপরে যে ঈশ্বরপীঠ,
সেই চর্বিতচর্বন বারবার চেবালে ফল পাওয়া যায় বেশ,
ভেদের পাঁচিল তাই আর একটু উঁচু করে গেঁথে দেবো ইঁট,
কানেকানে বলে দেবো বিপক্ষ বাদ দিয়ে এটা শুধু আমাদের দেশ।
নেতা ও নেত্রী যত এসব ব্যাপারে যান আনদিকে দেখে,
মাছ ধরবেন তারা ঘোলাজলে বিলকুল না ছুঁয়ে পানি,
কমবেশি সবদল ধর্ম আগুনে নেন হাতরুটি সেঁকে,
ভিড়ের বিরোধী হলে ভোটের বাজারে হয় নানা হয়রানি।

দেখো ভাই , নিয়মটি বলে দিই বিনা তাল ঠুকে।
আমরা যেমন চাই তেমনটি হলে, সমস্ত ল্যাঠা যাবে আপনিই চুকে।

তা নইলে? সাহস থাকে তো আনো সেই কথা মুখে...

আর্যতীর্থ