। নিরুত্তর।

কেন অত কাছাকাছি ছিলো খোলা রেললাইন?
নেই উত্তর ।
কতটা বারুদ যাবে রাবণপুতুলে, সে বিষয়ে আছে কোনো আইন?
নেই উত্তর।
লাইনে তো রেল চলে, সরানো হলোনা কেন উৎসাহী ভিড়?
নেই উত্তর।
ধোঁয়ার ধন্ধে যদি রেল বেলাইন হতো, তবে কার দিকে যেতো অভিযোগতির?
নেই উত্তর।
স্রেফ বেখেয়ালে আর অদূরদর্শীতায় এতগুলো খুন, কে নেবে দায়?
নেই উত্তর।
শুধুই তদন্ত কমিটি বসিয়ে মুখে হাহুতাশে বুঝি গণহত্যার দোষ কেটে যায়?
নেই উত্তর।
পরের বারেও ঠিক একই ভুল হবেনা, সেব্যাপারে অঙ্গীকার কেউ করবে কি?
নেই উত্তর।
নাকি সেই চিরকেলে সিক্যুরিটি জলে ঢেলে ভোট ভেনে যাবে ফের উৎসব ঢেঁকি?
নেই উত্তর।
শুধুই ঘোষণা আছে ঘটনার সাথে সাথে পাঁচলাখ টাকা দেবে মৃতদেহ পিছু।
সেটা উত্তর?
এমন আজব দেশ , চেক পেলে পরিবার অচিরেই ভুলে যেতে পারে সব কিছু।
চাই উত্তর?

ধুত্তোর!

আর্যতীর্থ