।নিখুঁত।
ও শ্যামা মেয়ে! শুনলে কালো মনের ভেতর কষ্ট হয়?
ফর্সা রঙের হিংসে করে ঘুম বুঝি তোর নষ্ট হয়?
এই দেখনদারি যুগের চাপে বর্ণ নিজের ভাবলে হীন,
ফর্সা ক্রিমের ব্যাপারীদের ব্যাংকে তখন ‘ আচ্ছে দিন’।
আয়নাতে তোর তাকাতে ভয়, কালোই নাকি কুদর্শন,
রূপমাধুরীর সংজ্ঞাকে আজ ঠিক করে দেয় বিজ্ঞাপন।
তুই কি জানিস, রূপবণিকের লগ্নী হীনমন্যতায়?
ভাবুক সবাই , সাফল্য সব ফর্সা হওয়ার জন্য পায়।
কিন্তু ও মেয়ে, নাহয় ওরা ধরতে শিকার পাতলো জাল,
তুই সেটাকে সত্যি ভেবে পোড়াস কেন তোর কপাল?
উল্টো ভেবে বল না হেঁকে , যায় আসে না কিচ্ছুটি,
আমি আমার মতোই নিঁখুত, রূপরঙে নেই বিচ্যুতি।
পুরুষ যদি প্রেমিক হতে কালোর গেরোয় আটকে যায়,
বাঁচলি তো তুই, জীবনসাথী অমন আজব ভাট কে চায়?
মা বাপ খুব ভাবছে বুঝি, কে নেবে এই কালোর ভার?
বলগে ওদের, মেয়েজীবনে বিয়ে যে নয় মোক্ষ আর।
তাছাড়া আজ হাজার পুরুষ পিছু নারী নয়শো যে,
বিয়ের মালিক নারীই এখন, বাছবে যাকে ঠিক বোঝে।
সবই হবে , শুধু মেয়ে তুই ভাগা মনের ভূতটাকে,
ফর্সা যদি ত্রুটি নাহয়, কালোয় কেন খুঁত থাকে?
আর্যতীর্থ