।নতুন যুগ।
দাবিয়ে রাখা যায় কি রাজা সমুদ্রকে?
সুনামি আর কবে কারোর সামনে ঝোঁকে?
চশমাতে আজ আঁধার এতই গেছে জমে
সামনে অথই, পড়ছে না তা এখন চোখে।
ধমক তোমার ঝড়কে কি আর বাঁধতে পারে,
জাগলে যুব, থামায় তাকে সাধ্যি কার হে?
ওরা থোড়াই কেয়ার করে রাজসভাকে,
ভাঙবে ওরা তাবত ভয়ের বাঁধ এবারে।
দামাল বাতাস খবর ছড়ায় দিগ্বিদিকে,
শিরদাঁড়ারা সোজা হওয়া ফেললো শিখে
সমস্ত দেশ অবাক হয়ে দেখছে চেয়ে
অন্ধকারের প্রভাব ক্রমেই হচ্ছে ফিকে।
তাবত বিপদ উড়িয়ে দেওয়ার ঘূর্ণী সে,
তাকে কি আর দেখানো যায় ভুল দিশে?
দেখো রাজা , আসছে নতুন প্রজন্ম
শুরু ও শেষ হয়না যাদের কুর্নিশে।
হুমকি দিলে প্রাপ্তি হবে শূন্যি সে..
আর্যতীর্থ