। নাচ।

এই যে স্বাধীন তাক ধিনা ধিন দেশাত্মবোধ তুড়ুক নাচন,
নিমের পাচন মুখ করে সব ফেরত যাওয়া অতীত গানে,
পতাকাটা উঠিয়ে দিয়েই লাইন লাগাই কষাইখানায় ,
এই যে সে দিন যেদিন ঘরে ভালো রাংয়ের মাংস আনে,
ক্যালেন্ডারের লাল তারিখে দেশের পুজো সকালবেলায়,
এই যে সেদিন নেতাজি আর ক্ষুদিরামের ফটোয় মালা
আজকাল তো সিডিও না, গান পাওয়া যায় ইউটিউবে,
এই যে সেদিন স্বদেশ জুড়ে ভালো আছি’র নাট্যশালা..

এসব থেকে বেরিয়ে গিয়ে প্রশ্ন করাই  খুব বোকামি,
ভালো আছির মানে কানার মুখে তালা কানেও কালা।

এই যে সেদিন ঘুষ নেবো না বললো না তো একটি লোকও,
জমির  জবরদখল নিতে  সবল সফল অনায়াসে,
ধর্ষিতা মেয়ে ফিরলো ঘরে, এফ আই আরও যায়নি করা,
এই যে সেদিন, ওই পুকুরে সে ধর্ষিতার শরীর ভাসে।
এই তো স্বাধীন , ধর্মভেদে মানুষ ঘিরে মারছে মানুষ ,
ভীষণরকম দাঙ্গা হলো দলিত ছেলের গোঁফ রাখাতে,
ওই কোণে দেয় গলায় দড়ি বেকার যুবক উচ্চজাতের,
এই যে সেদিন , জাতের ভ্রমে খুন হলো মেয়ে বাপের হাতে..

এসব থেকে ফেরাও আলো, আঁধার জুড়ে আতশ দেখো
মাংসটা হোক জমিয়ে রাঁধা, রাত্রে খাবো মদের সাথে।

দেশদ্রোহীর তকমা তাকে, নাচছে না যে এ ধিন তা’তে।

আর্যতীর্থ