। মুকুর।

যাচ্ছে তুলে হাসির ছবি অযুত নিযুত সেলফি-ক্লিক,
আয়না দিয়ে যায়না বোঝা এখন মনের খেলটি ঠিক,
চুঁইয়ে পড়া বিষাদ থাকুক , রাগের লাভায় জ্বলুক মন,
লেন্স যদি মুখ সেন্স করে নেয় হাসতে হবে ঠিক তখন।

সব স্ক্রিনে আজ ঘাপটি মারেন আত্মপ্রেমিক নারসিসাস,
ফ্রন্ট ক্যামেরা চোদ্দ মেগা, জীবন থেকে আর কি চাস?
জাদুর মলম অ্যাপ রয়েছে, নিখুঁত  মিলায় ব্রণের দাগ,
আয়নাকে আর কে দিতে চায় রোজনামচায় মনের ভাগ?

ফ্রন্টক্যামেরার সেলফি ফটো মন ডেভেলপ করছে কই?
সুখের খোঁজে যেই দিকে চাই, গল্পগরু চড়ছে মই।
বাস্তবিকে কোথায় হাসি, বিষাদ চালায় তার চাবুক,
সব খবরই  এখন যেন দুঃখ-দানো’র বেতনভূক।

আয়না দেখায় সত্যিটাকে, হরিষ বিষাদ সব দিয়ে,
সেলফি করে মিথ্যে প্রচার, মেকি সুখের শব নিয়ে।
ফ্রন্টক্যামেরা খুঁত ঢেকে যায়, অ্যাপ আর মেগাপিক্সেলে,
তাবত আবেগ পর্দা ঢেকে, দিচ্ছে হাসির দিক ঠেলে।

মুকুরে মুখ রাখলে তবেই আসল আমি ঠিক মেলে।

আর্যতীর্থ