।মৃত সৈনিক।
নাটক বা যাত্রার ‘মৃত সৈনিক’। সংলাপহীন এক্সট্রা, শুধু চোখ বুজে পড়ে থাকা কাজ..
ওই যে লোকটা জড়িয়ে রয়েছে শ’ঘোটালায়,
ওরই যত গুষ্টি জ্ঞাতি দেশটা চালায়।
তোমার আমার ঘাম ঢালা শ্রমে
লাভের মধুটি ওর ঘরে জমে.
ওরই সাজানো হিসেবের ক্রমে
আমাদের দাম বাড়ে আর কমে,
আমরা নেহাত মৃত সৈনিক অর্থনীতির যাত্রাপালায়।
ওই যে লোকটা হিংসা বেচে ধর্ম বলে,
চাইছে ভীষণ মগজরা যাক ওর দখলে।
ঘরের কোণে যে আল্লাহ ঠাকুর
সে সব ধারণা করে দিয়ে দূর
কেটেকুটে সব সাম্যের সুর,
ও চাইছে হোক দাঙ্গা প্রচুর,
আমরা রয়েছি মৃত সৈনিক পিষতে বিভেদ বিষের কলে।
ওই যে লোকটা সংরক্ষণ চাইছে শুধু,
আসলে চায় ভাঁড়ার ভরুক ভোটের মধু।,
‘ পিছড়ে’ হবার প্রগতির টানে,
লোক তার হয়ে নামে ময়দানে,
চাকরী যে নেই ভালো করা জানে,
ফুসমন্তর দেয় তবু কানে
ভূমিকায় আছি’ মৃত সৈনিক’ ,অন্য রোলের আশায় ঢুঁ ঢুঁ।
ওই যে লোকটা করছে প্রচার তার পতাকা,
বলতে চাইছে খালি সে ঠিক, বাকি ফাঁকা ,
আমরা জেনেছি ইতিহাস থেকে
এমনই বলেছে রঙ প্রত্যেকে
ওকে ফেলে যেই বেছে নিই একে
স্তম্ভিত হই একই রূপ দেখে,
আমরা তো স্থানু, সময়ের সাথে নড়েনা চড়েনা চাকা,
যা খুশী হোক, সব নাটকেই মৃত’র ভূমিকা রাখা।
আর্যতীর্থ