। মই ।
ব্যাপারটা সরকারী জানলে বিপদ ভারী
চুপিচুপি তোমাকেই বলি হে,
বিনা কোনো ফোড়নেই সত্যিটা বলে দেই
জানোই তো এটা ঘোর কলি হে।
সরকারী কাজে সব ওঠে গেলো গেলো রব
হচ্ছে না এত তাড়া দিয়ে তাও,
নড়ছেনা কিচ্ছুটি ত্রিশ দিনে বিশ ছুটি
ফাঁকতালে মারা গেলো ডি এ টাও।
এত কাজ আছে জমে এভারেস্ট ভাবি ভ্রমে
উঁচু দেখে ব্যথা হলো ঘাড়টায়
কে সরাবে এ পাহাড় জবাবটা নেই তার
কাজ শুধু নেতাদের বার্তায়।
একদিন খুব খেপে ঠিকানাটা ম্যাপে মেপে,
চলে যাই নেই-কাজ আপিসে,
তেড়েমেড়ে চিল্লাই জবাব আমার চাই
কাজগুলো আজ কেন হাপিস হে?
বড়বাবু সদাশিব অ্যাতো বড় কেটে জিভ
বলে দেন সমস্যা অন্য
করেনি তো ষড় কেউ আটকিয়ে কাজ ঢেউ
শুধু ওই মইটার জন্য।
আসলে হয়েছে কি, যত কাজ আছে বাকি
ফাইল তাদের ওই ওপরে
ভাগ্যের মারপ্যাঁচে মইটাই ভেঙে গেছে
নামাবো ফাইল আর কি করে।
আমি বলি দাও ধোকা ভেবেছো আমায় খোকা
মই যদি এতটাই দরকার
তবে হয়ে তৎপর কেনা হতো সত্ত্বর
তেল ছেড়ে বাকি সব চরকা’র।
বড়বাবু ম্লান হেসে বলেন গিয়েছি ফেঁসে
সমস্যা বেঁধে গেছে ওখানেই,
এক শত পট চা, রোজ হয় খরচা
সমাধান তবু হায় দেখা নেই।
কি হবে সে চিন্তায় ভেবে ভেবে দিন যায়
সক্কলে পড়ে গেছি ফাঁপড়ে,
গোলোযোগ হয়েছে কি আতিপাতি খুঁজে দেখি
মইটারই ফাইলটা ওপরে।
আর্যতীর্থ