। মদের ঠাকুর।

বসন্তের এই উৎসবে কেউ পারো যদি রঙ খুঁজো
রাই-কানু নয় দোলে এখন আসল কথা মদপুজো।
পাত্তা কে আর দিচ্ছে বলো বসন্ত রঙ আবিরকে
শুঁড়ি বলেন আরো আসুক, সামলাবো না যা ভিড়কে।

সে দিক থেকে দেখতে গেলে কোন পুজো আজ মদবিহীন?
ক্যালেন্ডারে পাবন এলেই সব মাতালের আচ্ছে দিন।
লক্ষ্মী এবং সরস্বতী, ধুকপুকে লাস্ট ফ্রন্টিয়ার,
মদের ঠাকুর এই দুটিতেও বাজান বিপদঘন্টি তাঁর।

পুজোই কেন, অন্য ছুতোয় পড়লে দিনে লাল কালি,
চল না গুরু, সন্ধে থেকে টানবো বসে মাল খালি।
পনেরো আগস্ট, জান ছাব্বিশ  কিংবা পঁচিশ বৈশাখে,
ছলাৎ ছলাৎ মাতাল-মনে, কারণবারি ওই ডাকে।

চায়ের দোকান লজ্জা পাবে মদবিপণীর সংখ্যাতে,
স্বয়ং রাজাই শুঁড়ি যখন, কে যাবে আর সংঘাতে!
আহম্মকি  দুর্ঘটনার সবেই মদের নাম লেখা,
স্বজনহারার মিছিল জানে বোতলে কি দাম লেখা

মদের ঠাকুর রোজই কিছু প্রাণ চিবিয়ে খান একা..

আর্যতীর্থ