। মোচড়।
ভূমি কেনার স্বত্ত্ব পেলেও, মানুষকে কি পেলাম?
তাই যদি পাই তবে রাজা , সেলাম তোমায় সেলাম।
থমথমে ভয় ,গনগনে আঁচ, ওয়ান ফর্টি ফোর,
এসব যদি অতীত তবে এ দিল মাঙ্গে মোর।
সেনার দিকে ঢেলা মারা প্রতিবাদের নামে,
রাতারাতি অভিন্নতায় এবার যদি থামে।
সংখ্যা যদি না বাড়ে আর কবরে গর্ত’র
সফল তবে বিলোপ করা তিনশত সত্তর।
সব প্রগতি আটকে গেলে পয়তিরিশের এ’তে
তবে তাকে মোছা-ই ভালো শান্তি ফিরে পেতে।
না ঝুঁকে আর কিশোর-যুবা উগ্রবাদের দিকে,
হয়তো এবার করবে প্রিয় সরকারী চাকরিকে।
কিন্তু এসব না যদি হয়, হিংসা থাকে জারি
শ্যাম আর কুল দুটোই গিয়ে তখন কেলেঙ্কারি।
এই পথে নেই পিছু হটা, মানতে হবে ফলকে,
সিন্ধুবারি কিংবা লাভা পড়ুক যেটাই ছলকে।
ফিরিয়ে আনা হোক না আগে নড়িয়ে দেওয়া ভিতদের,
ফিরুক বাসা এবং জমি কাশ্মীরী পণ্ডিতদের।
রক্তের দাগ মুছে যদি ফিরতে পারেন তাঁরা,
ডাল’এর পাড়ে কিনবো বাড়ি চিন্তাভাবনা ছাড়া।
ভূমি কেনার স্বত্ত্ব পেয়ে মানুষ হারাই যদি,
সংহতিতে দেশ এগোলো ভাববে তা নির্বোধই।
আগামীদিন বলবে এতে কতটা লাভ পেলাম,
ইতিহাসের কোন মোচড়ের সাক্ষী থেকে গেলাম।
বলবে সময়, রাজার ভাগ্যে নিন্দা নাকি সেলাম।
আর্যতীর্থ