। মানুষের মতো নয়।
মানুষ হয়েছো বলে বাঁধা পড়ে গেছো, পাখিদের কোনো দেশ নেই
মালিকানাহীন এক আকাশ পেয়েছে বলে টুকরো মাটির ঘ্রাণে হারায় না খেই,
কাঁটাতারে দুলে দুলে শিস দিতে পারে। বিষয় নামক বিষ জমায় না বলে,
এই গাছে না পোষালে সীমান্ত পেরিয়ে যায় ওই গাছে চলে,
শুধু ছানা বড় হওয়াটুকু থেকে যায় দায়, জীবনের বাকিখানা
ডানায় সাজিয়ে সে ওড়ে ইচ্ছায়।
মানুষের মতো তারা অপচয় করেনা সময় কোনো খাঁচা ভিক্ষায়।
মানুষ হয়েছো বলে তত মজবুত নও , গাছেদের দেখে শেখো কিছু,
মাটিতে দাঁড়াতে উঠে জীবন খরচ করে আগে প্রতি শিকড়ের পিছু,
মূল হলে আগামীতে আসবে মুকুল, আদি ও অকৃত্তিম সে তত্ত্বে হয়ে গেলে ভুল,
ঝড় এসে টান মেরে উপড়িয়ে ফেলে দেবে যখনতখন। ফাটলকে ফেলে রেখে হলে প্রসাধন,
ভিত কাঁচা রয়ে যায়। গাছ যদি কেটে ফেলো কুড়ুলের ঘা’য়,
নিহত সে সবুজের মূল তবু রয়ে যায় ভিটে ভাবা মাটির গভীরে,
স্মৃতিকে ওড়াতে হলে মূল খুঁজে নিতে হয় সেই ভূমি চিরে।
মানুষের মতো হলে অরণ্য মিশে যেতো অগণিত ভিটেহীন ভিড়ে।
আর্যতীর্থ