।মানুষের মতো।

এত যে যুদ্ধ , সকলে  ক্রুদ্ধ,    
অসুর নিত্য ত্রিশূলবিদ্ধ,
স্বতঃসিদ্ধ ধরবো কি তবে হিংসাই শেষ কথা,
কখনো দেখিনা শুভ’র প্রভাবে,
অসুর নিজেকে বদলাবো ভাবে
কেন আলো দিয়ে ঢাকেনা দেবতা আঁধারের মলিনতা?
শুনেছি দেবীর অসীম শক্তি,
সব দেখে নেয় তৃতীয় চোখটি,
পাপের বিনাশ করতে ধরেন আয়ুধ অমোঘ হাতে,
সে বিনাশ নয় মন থেকে মোটে,
পাপীদের শবে ভূমি ভরে ওঠে,
পুণ্যের জয় নিশ্চিত হয় তাদের রক্তপাতে।
তাহলে এ কথা মেনে নিই চলো ,
কোনোখানে গিয়ে থমকায় আলো,
অসুরের কালো মন ভালো করা দেবের কর্ম নয়,
ভালো ও মন্দ নিত্য দ্বন্দ্বে,
হিংসা ঢুকেছে প্রতিটি রন্ধ্রে
সব হিতে দাগ লোহিত শোণিতে পুণ্যবর্মময়।
সব সমাধান হিংসায় হলে ,
তাঁকে কেন মানি ঈশ্বর বলে,
শান্তি আনতে যুদ্ধ করাটা নেহাত মানব রীতি,
না বদল  হলে আসুরী-সত্ত্বা,
তবে তো এ স্রেফ আরেক হত্যা
অসুররা মরে, এক থেকে যায় পাপের পরিস্থিতি।

শত্রুর মন না বদলে যদি,
সংহারে বয় রক্তের নদী,
মানুষেরই মতো অবিকল সেটা খতমের রাজনীতি।

আর্যতীর্থ