। লঘু গুরু।

তুমি যদি চটে যাও আইনের শিরে মারা ধর্মের কিলে,
মনে রেখো, শাহবানু হেরে গেলে ধেই নেচেছিলে।

আর যদি খুশী হও সে জমিতে অবশেষে পুজো হবে বলে
ভেবো তবে, নারীদের অধিকার সবরীমালার কাছে হেরেছে ছ’গোলে।

যদি হাত উল্টিয়ে বলো এতে কার কিবা যায় আসে,
তাহলে তৈরী হও, আইন আবার কবে ভাঙে বিশ্বাসে।

যতবার , যতবার বিশ্বাস জিতে যায় হারিয়ে প্রমাণ,
তত ততবার ধরে মানুষ হারিয়ে দিয়ে জেতে ভগবান।

ভগবান মানে বুঝি বিশ্বাসে বেড়া দেওয়া কুশলী ধমক,
একদা করুণাময়, ইদানিং নিয়মিত নরহন্তারক।

যেই ধর্মেরই হোন, যত ভক্ত থাক তাঁর গোটা বিশ্বজোড়া,
সব দেশ, সব লোক কখনো জেতেনি কারো  সমর্থকেরা।

যেভাবেই করে যাও মানুষকে ভাগ করে লসাগু গসাগু
অন্তিমে গিয়ে দেখো আলাদা ঈশ্বরেরা সব সংখ্যালঘু।

তবু ঐশ্বরিক জেতে , মানবিক হেরে যায় দেখো বারবার,
ভিতহীন বিশ্বাসে থমকায় দেশে দেশে নথির বিচার।

প্রশ্ন এটাই থাকে, হয়তো উত্তর দেবে আলোর আগামী,
কবে লঘু ঈশ্বরের থেকে সংখ্যাগুরু মানুষের মত হবে দামী।

‘বিশ্বাসে মেলে সব’ ,কবে যে প্রমাণ হবে সেটা পাগলামি!

আর্যতীর্থ