।লাভ নেই।
তাবত পুঁজি উপড়ে নিয়ে লড়াই করি রোগের সাথে,
হার না মানা প্রবল জিদে, জাগিয়ে রাখি যুদ্ধখিদে,
যতই কেন যাই না হেরে যমের হাতে, লড়াই চলে,
মৃত্যুটাকে ঠেকিয়ে রাখার চেষ্টা চালাই দিনে রাতে।
কিন্তু লড়াই যাদের জন্য, তারাই যদি আমায় মারে?
মেরে ফেলার ভয় দেখিয়ে, দুইবেলা যায় খুব শাসিয়ে
কপালফেরে অস্ত্রে যদি রোগ না হারে, আমায় ছেঁড়ে,
লড়বো কি আর টের যদি পাই হারলেই মান যেতে পারে?
আমায় যদি ভার দিয়েছো তোমার হয়ে লড়াই করার,
তবে আমার চেষ্টা হবে, শেষটা দেখে ছাড়বো তবে
মৃত্যু এলে এহাত পাবে পাঞ্জা লড়ার তোমার হয়ে,
শুধু আমার ভয়টা তাড়াও, পিঠের পিছে তোমার ছোরার।
যুগের চালে ভাবতে পারো সৈনিক নয়, ব্যবসাদার
কাটমানি তো খাবেই খাবে, বিলগুলোতে জল মেশাবে
মনের মাঝে সন্দেহ ঘোর প্রবল সাঁতার দিতেই পারে,
ভেবো তবে, মারলে রোগী চলবে কি আর ব্যবসা তার?
এই দুনিয়ায় বিদঘুটে সব রোগব্যাধিদের নেই অভাব,
শরীর যখন ধ্বস্ত করে, দায় যদি দাও ন্যস্ত করে,
খুঁজবো তবে আমার জ্ঞানে তার জবাব প্রাণপণে,
কেবল রেখো সংবরণে অবিশ্বাসের ওই শ্ব-ভাব।
এই পেশাতে ট্যাগলাইন না তোমার ক্ষতি আমার লাভ
আর্যতীর্থ