। কুলুপ।
নির্বাচনে নির্বচনে থাকাই বোধহয় শ্রেয়
মুখ খুললেই রঙ নিয়ে হয় খামোখা সন্দেহ।
দেশ জুড়ে যায় তীব্র হেঁকে অশ্বমেধের ঘোড়া,
‘সব নাগরিক বাধ্যবাধক আমরা কিংবা ওরা!’
মাঝামাঝি থাকলে মাঝি নেবেনা নৌকাতে,
বাঁচতে গেলে মাততে হবে একরঙা মৌতাতে।
অমুক রঙের এইটা ভালো উল্টো রঙের ওইটা
বললে পরেই ভোটতরণীর আটকে যাবে বৈঠা।
গেরুয়া ও নীল সাদা রঙ, লালের শেড বা সবুজ,
রামধনুকে মানবেনা কেউ ,একগুঁয়ে আর অবুঝ।
রঙের দাবী সব নাগরিক চশমা পড়ুক তারই,
মাঝের থেকে ডিগবাজি খায় উন্নয়নের গাড়ি।
সব শ্রী’কে কেউ বিশ্রী দেখে, সব যোজনায় চোনা,
রঙ হিসেবে ঠিক করে নেয় মানবো কি মানবো না।
একশো শতক বলবে ভালো হয় একে নয় ওকে,
বাছবিছারে যাচ্ছে যে সে ব্রাত্য ওদের চোখে।
সত্যি যদি বিচার করো, চিন্তা চেপে যেও,
রঙের ধমক খাওয়ার থেকে নির্বচনই শ্রেয়।
আর্যতীর্থ