। কবির লড়াই।

দুজন কবি লড়াই করলে বর্ণমালা হেরে যায়।
দিশেহারা অক্ষরগুলো কোথায় পালাবে ভেবে পায়না,
কথারা ধুঁকতে থাকে, ছন্দ ছটফটিয়ে মাথা কুটে ফেরে,
ভাষাদের ক্ষতমুখ কখনো শুকায়না।

কলমে বিষের ছোঁয়া কবিতাকে মুমূর্ষু করে।
পরস্পরের প্রতি ছোঁড়া তীক্ষ্ণ বিদ্রুপ গুলির মতন ছুটে আসে,
সাহিত্য পালাতে থাকে সবহারা উদ্বাস্তু হয়ে,
ভাবনার মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে আশেপাশে।

ঝগড়া ও হিংসায় কবিদের চারপাশে জমে বিবর্ণ শব্দের স্তুপ,
প্রয়োজনহীন পথ-অনাথের মতো তারা না জন্মালে ভালো হতো তবে,
রিপুর কুটিল ছকে ছিঁড়ে কুটি হয়ে যায় শোভন মুখোশ,
কর্কশ বাচালতা ছেদ টানে অনাবিল কথা উৎসবে।

তবুও ঠুনকো ইগোদের ছুতো ধরে কবি বনাম কবি দঙ্গল হবে..

আর্যতীর্থ