।খুনের প্ল্যান।

একটা সন্ধে প্ল্যান করা যাক, যেখানে হোক,
রুটিনকে খুন করতে যাবো দুজন মিলে,
লাশের ওপর হাতচিরকুট রাখবো লিখে,
সিরিয়ালের তালিকাতে প্রথম কিল এ।

ঘড়ির কাঁটার বাড় বেড়েছে বড্ড বেশি,
চোখ রাঙাবে এদিক থেকে ওদিক হলেই.
স্বাধীনতার জানলাটাতে গরাদ দেওয়া,
গারদ থেকে প্যারোল কোনো পাওয়ার জো নেই।

ঘাড়ের পিছে লেলিয়ে দিয়ে সময়টাকে
কুটিল রুটিন পিষছে এবং দেখছে মজা,
দিনের শেষে ঘাম মুছে যেই এলিয়ে পড়ি,
বিশ্রী হেসে উড়িয়ে বেড়ায় জয়ধ্বজা।

কাজেই ওকে মারতে হবে, যেমনি করেই।
কেমন করে আর কিভাবে , সেটাই ভাবার।
এটাও জানি , রক্তবীজের বংশজ ওই হতচ্ছাড়া,
যতই মারি, উঠবে বেঁচে ঠিকই আবার।

তাই বলে কি চেষ্টা করাও ছাড়বো নাকি?
সংখ্যা বাড়ুক সুযোগ পেলেই খুন সিরিজে,
কুঁকড়ে থাকুক রুটিন মরার বিষম ভয়ে,
বলবো হেঁকে , গোলাম তোমার নই আমি যে।

একটা সন্ধ্যা বসি চলো দুজন মিলে,
রুটিন কি আর খুন করা যায় নিজে নিজে?

আর্যতীর্থ