। খুঁজছি দিন।
নারী, পুরুষ শিশু ও বৃদ্ধ
সকলে এক এক দিবসে ঋদ্ধ
এত যে দিবস, হোক কলরব,
লক্ষ্য কোথায় হচ্ছে বিদ্ধ?
রোজ ঘটে যায নানা অনর্থ
রক্ষা করার ভাঙছে শর্ত,
সামনে এগোতে কষে বাধা দেয়
উপেক্ষা ভরা হোঁচট গর্ত।
একটা দিবস নাম দিয়ে ফেলা
বাকি কটাদিন করা অবহেলা
ঘটেছে, ঘটছে, ঘটেই চলেছে
পরিহাসময় এ করুণ খেলা।
প্রেমের জন্য দিন একখানা
মাতৃ, পিতৃ, তাও হলো জানা
অটিজম হলো , প্রতিবন্ধীও
বেড়েই চলেছে তালিকাতে নানা।
রয়েছে শ্রমিক, আছে ডাক্তার,
শিক্ষক আছে, বলি কত আর।
যত পেশা আছে, সবারই জন্য
রোজনামচায় দিবস-বাহার।
নানান নিষেধও দিবসপ্রাপ্ত
মনের ভেতরে ফেলতে ছাপ তো
Say no to যতই বলো না
কমতি হয় না পেগের মাপ তো।
ক্যানসার পেলো, পেয়ে গেছে টিবি
পোলিও দিবসে মুখে ফোঁটা দিবি
ম্যালেরিয়া আর এইডস জয় করে
আগামীতে নাকি মুক্ত পৃথিবী।
একটা দিবস খুঁজছি , জানো তো,
পাইনি কোথায় এখনও জ্ঞানত
অথচ সে দিন খুঁজে পেয়ে গেলে
সব দিবসের শিখরে স্থান হতো।
ভাষা, রোগ, পেশা লিঙ্গবিহীন,
প্রতি কোষে যার দুকুড়ি ছ’জিন,
স্বাধীনতা তার বিভ্রমে ভরা
আজীবন শোধে সামাজিক ঋণ।
বিনানিজস্বী নিজেকে চিনতে
খুঁজছি একটা মানুষের দিন।
আর্যতীর্থ