। খাদের দিকে।

উড়ছে মানুষ, ঘুরছে মানুষ,
আকাশ সাগর পাহাড় মরু,
সবার বাধা ফুঁড়ছে মানুষ,
কিন্তু আদিমকালের মতোই ঘেন্নারাগে পুড়ছে মানুষ,
ধর্ম ভাষা বর্ণ লেজুড় জন্ম থেকেই জুড়ছে মানুষ,
ঠাকুর্দাদার ঠাকুর্দাকে কাগজ খুঁজে খুঁড়ছে মানুষ,
হাজার হাজার বছর পেরোয়,
মানুষ কোথাও যাচ্ছে না,
কিছু লোকের ভোজ দুবেলা,
বাকি খেতে পাচ্ছেনা।

যাচ্ছে রাজা, আসছে নেতা,
তফাৎ যে কী, বলবে কে তা
গণ হওয়ার আদিখ্যেতায় বাক্সতে ভোট পুরছে মানুষ,
প্রতিশ্রুতির কোরানিতে ভাগ্য নিজের কুরছে মানুষ,
কিন্তু নেতা রাজার মতোই অবহেলায় ছুঁড়ছে মানুষ,
যেই গদি পায় তার থেকে যায় হাজার মাইল দূর যে মানুষ,
পার্টি আসে ,পার্টিরা যায়,
যুদ্ধ যেমন রাজায় রাজায়,
খাগড়া উলুর হুলুস্থুলু, হাল তবু কাল ফিরছে না,
বন্দরে সব নেতার জাহাজ,
ভাঙা ডিঙি ভিড়ছে না।

দুনিয়াভরা রহস্যদের সব সমাধান করছে মানুষ,
হোক না অণু পরমাণু, কিংবা ভীষণ জ্বরজীবাণু,
ক্ষুদ্র কত সূত্র খুঁজে  সবার সুলুক ধরছে মানুষ,
সাফল্যতে গগন ছুঁয়ে কীর্তিপাহাড় গড়ছে মানুষ,
কিন্তু ভেঙে হাজার দলে আগের মতোই লড়ছে মানুষ,
কারণবিহীন হিংস্রতাতে মাছির মতো মরছে মানুষ,
লাশের ওপর লাশ সাজিয়ে সিঁড়ির মতো চড়ছে মানুষ,
যন্ত্রে শুধু  অগ্রগতি ,
মনের বদল হচ্ছে কই,
বেশি মানুষ নামছে নিচে,
কয়েকজনাই চড়ছে মই।

আকাশ ছোঁয়ার অছিলাতে ফেলছে খুঁড়ে খাদ অথই।

আর্যতীর্থ