। কেউ কি হেসেছে।

তোমার জন্য আজ কেউ কি হেসেছে ?
সারাদিন ঘুরে যে বেড়ালে, কিছু দায় সারা হলো,
দায়সারা কতক এড়ালে,
এর মাঝে চেনাশোনা আধাজানা বা অচেনা বেশ কজন এসেছে,
আরো কিছু যোগ হবে ফোনে বা মেসেজে,
একখানা দিন ধরে যারা এলো গেলো,
তোমার ছোঁয়াতে মন আগে থেকে ভালো,
সেরকম ছিলো  কতজন ?
সংখ্যাটা যতটুকু, ততখানি ছুঁয়েছো জীবন।

আমরা তো বিদূষক নই, দেখলেই হাসবে সবাই,
স্ট্যান্ড আপ কমেডির মতো মিছরিতে সমাজ জবাই
কতজন সেটা আর পারি!
হাসাতে জানাও দরকারি,
রসিকতা ঠিকমতো না করলে সেটা তির হয়ে বেঁধে
ঠাট্টার কথা শুনে কতবার মুখে হাসি অন্দরে কেঁদে,
অভিজ্ঞ মাত্রেই জানি।
হেসেও না হাসার সেই হয়রানি,
মনকে খারাপ করে, বক্তার উপস্থিতি অসহ্য লাগে,
ভালো না লাগার কথা না বলার অক্ষম রাগ থাকে তাতে মোটাদাগে,
তাই দরকার নেই জানা
আজ কজনের সাথে ঠাট্টা করেছো,
প্রশ্ন আলাদা পুরো।
কজনের দিন আজ হাসিতে ভরেছো?

সংখ্যাটা বেশি নয় , সেটা জানা
রুটিনে নিয়ম করে হতাশার হানা,
রুটি ও রুজির ঠিকানা মেলে বড় কষ্টতে,
প্রলেপ মাখাতে এই রোজকার ক্ষতে
নিজেরাই হাসতে ভুলেছি,
প্যান্ডোরা বাক্স খুলেছি,
তিতকুটে মেজাজের আঁচ পায় নিয়মিত লোকে
হাসি আর কোথা দিয়ে ঢোকে!

তবু  ভেবে দেখো, কারোর ব্যথার নিবারণে,
কিঞ্চিৎ হাসি যদি ওষুধের মতো আসে তোমার কারণে,
খারাপের থেকে লাগে কিঞ্চিৎ ভালো ,
তুমি তবে তার কাছে প্রদীপের আলো,
আঁধারকে আর একটু সহ্য করার উপায়,
তুমিও জানো না সেটা,
তোমার সে উপহার কার কার জীবন সারায়।

অ-সুখের অসুখে এসময় মানুষেরা দারুণ ফেঁসেছে,
তোমার আমার কাছে
সে ব্যাধি সারাতে দেখো সুযোগ এসেছে।

তোমার জন্য আজ কেউ কি হেসেছে?

আর্যতীর্থ