। কথার কথা।

ইনিয়ে কথা , ফেনিয়ে কথা , কথা হরেক রকম,
কথা লাগায় মলমপটি , কথাই করে জখম।
স্নেহের কথা, প্রেমের কথা, ঝগড়াকথা তাগড়া,
চলছে কথায় ভালবাসা, দুঃখ এবং রাগরা।

ছলকপটের মিষ্টি কথায় খাননি ধোঁকা কন কে,
কিছু কথা শোনানো যায় কেবলই একজনকে।
ব্যাঙ্গ কথার মিছরি ছুরি, নিন্দেকথার খর্পর,
যার বিঁধেছে, সে জানে প্রাণ কেমন করে ধড়ফড়।

বসের সাথে নরম কথা, বৌয়ের সাথে ঠান্ডা,
চা দোকানের আড্ডাকথায় গুগল খুঁজে ফান্ডা।
অফিসজুড়ে গুজব কথা, কার সাথে কার ইন্টু,
সামনে এলে বিনা কথায় দেখনহাসি কিন্তু!

নির্বাচনের ম্যাজিক কথা, ভোট ফুরোলেই ফক্কা,
হুমকি কথায় প্রাণটা না যায়, কুলুপমুখে রক্ষা।
রাজার কথার নাক্কু নাকুড় ঢাক শুনে যায় দিনটা
প্রজার কথা শুনবে কি কেউ, সেটাই এখন চিন্তা।

এখন কথা বলছে না কেউ, আঙুল ঘষে লিখছে,
ইমোজিদের কাছে লোকে নতুন ভাষা  শিখছে।
তবুও কথা ফুরোয় নি তো, ছড়িয়ে গেছে রাস্তায়
সব হেলমেটে মোবাইল গোঁজা, দুপাশ দিয়ে বাস যায়।

কাছের লোকের নিঃস্ব কথা, হাতের মুঠোয় বিশ্ব,
একুশ শতক নিত্য দেখে এমন করুণ দৃশ্য।
অচিন লোকের জন্য ফোটে লক্ষ কথার খই,
নিজের সঙ্গে কথা বলার সময় গেলো কই?

আর্যতীর্থ