। কথার দাম।

মুষ্টিমেয় শ্রেষ্ঠী যখন মালিক বনেন সমষ্টির
অর্থনীতির দাস্য তখন ভাগ্য বনে সে দেশটির।
তামাম জীবন মূল্য যদি হিসাবখাতায় হয় লেখা,
কথায় মোড়া ভাবনাগুলো আবছা হয়ে রয় একা।

সাহিত্যতে পেট চলেনা, সবাই জানেন সে তথ্য,
খালি পেটের শুকায় কালি , কলমরা যায় নেপথ্য।
লক্ষ্য শুধু চাকরি খোঁজা, তাই পেলে আর ভাবনা নেই,
কাজে কাজেই মন দিতে হয় এম সি কিউ জাবনাতেই।

নম্বরে হয় ভালো খারাপ , নিট পেলে পান স্বর্গ বাপ,
'র‍্যাঙ্ক’ই যখন সব দুনিয়ায়, কবি কোথায় খুলবে খাপ।
গল্প লিখে ব্যাঙ্ক ভরেনা, কথায় অমিল জলখাবার,
কাব্যকথায় সম্ভাবনা নিটোল রুটিন চলকাবার।

কথা ভাঙেন গড়েন যারা, আজও করেন সাহিত্য,
রাজার মেজাজ উল্টে গেলে, বনতে পারেন শহীদ তো।
মনের কথা বললে যদি আক্রমণের ডর বাড়ে,
কে আর কলম পিষতে যাবে সরস্বতীর দরবারে।

খুঁজছি তবু এই আঁধারে জ্বলছে আজও কলম কার,
অর্থকরীর উল্টোপথিক অনর্থকের  কলমকার।
শ্লোগানবিহীন দৃপ্ত লেখন, পদলেহন চিহ্ন নেই,
আলোর দিশার হদিশ লেখা সশব্দ সেই ভিন্নতেই।

লগ্নী করা যাকনা জীবন পথখোঁজা সে চিন্তনেই।

আর্যতীর্থ