।কাঁটাতারের গল্পগুলো।
কাঁটাতারে আটকে থাকা গল্পগুলো
খিদের মতোই অমোঘ এবং সর্বজনীন
মরলো কবে ওদের হাতে এদের যুবক
ওদের নারী ধ্বস্ত ক’জন এদের হাতে।
অতীতক্ষতের চুঁইয়ে পড়া রক্তপুঁজে
বর্তমানের যন্ত্রণারা হিংস্র ভারী
বাস্তবিকের ওপর অলীক প্রলেপ পড়ে
আগামীকে পাপের থেকেও কালো দেখায়
কে না জানে কালো মানেই অচেনা ভয়
অন্ধকারের নিজস্ব সব আইন আছে,
হঠাৎ কোথাও হোঁচট খেলে কোরাস ওঠে
এ গর্তটা এদের কিংবা ওদের খোঁড়া।
মাঝে মাঝে তবুও কাদের সন্দেহ হয়,
এদের ওদের না পাওয়ারা যমজ যেন
বংশগত হিংস্রতা কি দিচ্ছে কিছু,
সত্যি কি এই ঝগড়া বিবাদ জিনঘটিত?
অমনি দেশে বিপর্যয়ের ঘন্টি বাজে,
ছুট্টে আসে সমাজধারক কান্ডারীরা,
ধমকে বলে পূর্বজদের নিয়ম এসব,
কোন সাহসে ইতিহাসের শিকড় নাড়াস?
মানুষ হতে চাইছে না কেউ তাই এদেশে
সবাই নিজের ধর্ম ও জাত গলায় ঝোলায়
ঘেন্না এবং বিভেদ করা সহজ যখন,
মানুষ ভেবে মেলামেশায় আগ্রহ কার?
গল্প জমায় রক্তপাতের রোজ কাঁটাতার..
আর্যতীর্থ