। জোটের ছক।
সিংহাসনে আছেন যিনি , সুবিদিত তার ক্ষমতা
প্রতিদ্বন্দ্বী বহু রাজার কবর ঢেকে ফলক পোঁতা,
তার ওপরে প্রজার মুখে তাঁর জয়তু প্রায় শোনা যায়
তলে তলে তবুও কেউ রাজা হওয়ার ঘুঁটি সাজায়..
কিন্তু তাঁকে সরাবে কে? শক্তি দেখলে ভয় করে,
ঘোগ রয়েছে ঘাপটি মেরে, বশংবদ বাঘঘরে।
এমনিতে তার প্রবল পিরিত, রাজার জন্য জীবনপাত
সাজাচ্ছে দান খুব গোপনে, কোন ছকে হয় কিস্তিমাত।
মুশকিল এই, রাজার সভায় বিরোধী তো নেই বেশী,
ঘোঘটি কাজেই করতে আঁতাত, বন্ধু খোঁজে ভিনদেশী।
কালক্রমে ঘোঘের কাছে পৌঁছে গেল সেই খবর,
এক বিদেশী আছেন কাছেই , যুদ্ধবাজ ও ধুরন্ধর।
রাজার সাথে যুদ্ধ করা , বস্তুত তা যম ডাকা,
সোজা আঙুল নিস্ফলাতে, কৌশলে তা হয় বাঁকা।
দর্প রাজার তড়পে দিয়ে, যুদ্ধ বাঁধায় ঘোঘশিবির
সামনে থেকে লড়াইভানে, পিঠপিছনে মারলো তির।
ইতিহাসের বহু রাজাই , এমন ষড়ের হন স্বীকার,
সিংহাসনের দখল নিতে, ঘোঘরা খাটায় ফন্দী তার
দুবলা দুজন জোটের চোটে ছিটকিয়ে দেয় যোগ্যকে,
ভেবোনা হে রাজনীতিতে আধুনিকের ছক ওকে।
মনে করো, একই ছলে বালীরাজা বধলো কে..
আর্যতীর্থ