। জমা খরচ।

ভাবছি যে আর এখন থেকে জমাবো না।
আগামী ছক কোষ্ঠী ঘেঁটে বর্তমানের কোণা কেটে
সখছোঁয়া সব সুখগুলো আর কমাবো না।
ধরতে গেলে, ওসব ভেবে, কম পড়ে যায় খুব হিসেবে,
খরচা করার ইচ্ছেটাকে এইবারে আর দমাবো না,
মেঘে মেঘে কাটিয়ে বেলা বুড়োতে ঝমঝমাবো না।

ভাবছো এসব যায় আর করা বাস্তবে কি,
হরেক কিসিম পেনশন স্কিম সোনার হাঁসে পাড়বে যে ডিম
জমানো তো সে সব খাতে চলবে ঠিকই।
খাঁইখরচা বাড়ছে ক্রমে, রোমানমাফিক করো রোমে,
বাকি সবাই করছে যেমন আমরা তেমনভাবেই শিখি,
ষোলোআনার মধ্যে রাখি বর্তমানের ভাগ্যে সিকি।

আজকে নগদ কালকে সুখের এই খেলাতে,
খুচরোযাপন করতে থাকি সখের ঘরে বেবাক ফাঁকি
আজ চলে যায় কালের সাথে তাল মেলাতে।
বুড়ো হলে আসবে টাকা সেই আশাতে জীবন ফাঁকা
খুড়োর কলে ফালতু আটক ‘ আসবে সুদিন’ টোপ গেলাতে,
পাওনাখাতায় শূন্য লেখা সময় বোঝায় শেষবেলাতে।

বরং জমুক স্মৃতির পাহাড় মুহূর্তদের ঘিরে।
আজের কিছু বিষাদ বা সুখ , সময় তাদের টাটকা রাখুক
চাইবো যখন ,আলিঙ্গনে আসুক তারা ফিরে।
ডিমেনশিয়া অ্যালজাইমার , জানি এখন হচ্ছে দেদার,
কিন্তু সেটা হবেই হবে, তা বলা যায় কি রে?
মগজটা তাই থাকুক ঠাসা লক্ষ স্মৃতির ভিড়ে।

লাভ কিছু নেই মরণের কালে হরিনাম বিড়বিড়ে..

আর্যতীর্থ